Advertisement

কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

কালবেলা

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

জব্দকৃত বাল্কহেড ও মেশিন। ছবি : কালবেলা
জব্দকৃত বাল্কহেড ও মেশিন। ছবি : কালবেলা

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সুন্দরবনের উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার কপোতাক্ষ নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. ওয়েজ কুরুনী। স্থানীয়দের অভিযোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ বালু উত্তোলনের মেশিনসংবলিত বলগেটসহ (ড্রেজার মেশিন) তাকে আটক করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে অভিযান চালাই। এ সময় বাল্কহেড ও মেশিন জব্দসহ ওয়েজ কুরুনী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমাহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

Lading . . .