Advertisement

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা মহানগর কমিটির নানা আয়োজন

যুগান্তর

প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

24obnd



খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে কেডি ঘোষ রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।


এ সময় আরও উপস্থিত ছিলেন- খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী, মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, মহানগর কৃষক দলের আহ্বায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন ও সদস্য সচিব শেখ আদনান ইসলাম দীপ।


খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইসতির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক, সদস্যরা এবং বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়্যালের মোড়ে গিয়ে শেষ হয়।


প্রধান অতিথির বক্তব্যে এসএম শফিকুল আলম মনা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। দলের সংকট ও সংগ্রামের দিনগুলোতে স্বেচ্ছাসেবক দল সাহসিকতার সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছে।


তিনি আরও বলেন, ভবিষ্যতে গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি মানবিক বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Lading . . .