সিরাজদিখানে বিসিক কেমিক্যাল পার্ক পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫
-68a0bb4152e63.jpg)
সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী বিসিক কেমিক্যাল শিল্প নগরী পার্কে ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
শনিবার সকালে তিনি এ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সামাদ মৃধা, এমডি এসেন্সিয়াল ড্রাগস, হাফিজুর রহমান, পিডি বিসিক কেমিক্যাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপস) মোহাম্মদ কাজী হুমায়ুনুর রশিদ, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, মুন্সীগঞ্জের সিভিল সার্জন একেএম ওবায়দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম মিয়া এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবু বকরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
পরিদর্শনকালে উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সরকারি রোডম্যাপ অনুযায়ী বিসিক কেমিক্যাল শিল্প পার্কের ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল স্থাপন করতে হবে। প্রজেক্টটি চালু হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে এবং জনগণ সরাসরি উপকৃত হবে।
আরও পড়ুন