হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা সদর হাসপাতালের চারপাশের ময়লা আবর্জনা পরিষ্কার, ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করেছে খুলনা সদর ও সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২০ আগস্ট) দুপুরে এ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হয়।
এ ছাড়াও এ দিন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের চারা রোপণ করাসহ হাসপাতালের রান্না ঘরের আশেপাশের ড্রেনে ব্লিচিং পাউডার ছিটিয়ে জীবানুনাশ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম গালিব ইমতেয়াজ নাহিদ। এ সময় তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ আছে সরকারি হাসপাতাল ও তার আশপাশের এলাকা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এরই ধারাবাহিকতায় আমরা খুলনা সদর ও সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আজ খুলনা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে সেবাগ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিরাজুর রহমান। পরিচ্ছন্ন অভিযানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসীর আল মামুন।
এ দিন সদর হাসপাতাল প্রাঙ্গণের পৃথক পৃথক স্থানে কর্মসূচি পালন করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া, সদস্য সচিব মো. রায়হান বিন কামাল, সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। এ ছাড়াও কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মহানগর ও থানার সর্বস্তরের নেতাকর্মীরা।