Advertisement

এমন কোনো কাজ করবেন না যাতে দলের ক্ষতি হয় : জিলানী

কালবেলা

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন এসএম জিলানী। ছবি : কালবেলা
তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন এসএম জিলানী। ছবি : কালবেলা

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, এমন কোনো কাজ করবেন না যাতে দলের ক্ষতি হয়। কর্মী সঠিক হলে নেতা এমপি হয় এবং দল ক্ষমতায় যায়। সাংগঠনিক নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলতে হবে নেতাকর্মীদের। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৯ আগস্ট) সকালে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সদরের বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসএম জিলানী বলেন, আগামী নির্বাচন চ্যালেঞ্জের নির্বাচন। এখন থেকেই প্রত্যেক নেতাকর্মীকে মানুষের কাছে যেতে হবে। ভালো ব্যবহার করে তাদের মন জয় করতে হবে। যে সব ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর কমিটি গঠিত হয়নি, সেগুলো দ্রুত গঠন করে স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি নেছার উদ্দিন শফি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফজিউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান জাদু।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ডালিম ফকির।

Lading . . .