Advertisement

ফরিদপুরে ভাড়া বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার

যুগান্তর

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার এক ভাড়া বাসা থেকে মিম আক্তার (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

উদ্ধারকৃত লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে, স্বামী পরিচয়ে বাসা ভাড়া নেয়া মিরাজ বিশ্বাস (২৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ছয় মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন মিম ও মিরাজ বিশ্বাস। তারা উভয়ে শহরের একটি পার্লারে কাজ করেন বলে বাড়ির মালিককে জানান।

বাড়ির মালিক জানান, গত রাতে (শুক্রবার) দম্পতির ঝগড়া হয় এবং ভোরে মিরাজ বাসা থেকে বেরিয়ে যায়। পরে বাসায় গিয়ে মিমকে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। তবে ঘরে তেমন কোনো আসবাবপত্র ছিল না। কয়েকটি মাদকের বোতল ও যৌন উত্তেজক ওষুধ পড়ে থাকতে দেখা গেছে।

কোতয়ালী থানার পরিদর্শক (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামী পরিচয়দানকারী মিরাজকে খোঁজা হচ্ছে।

আরও পড়ুন

Lading . . .