ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা বিএনপির বিজয়: ড. মঈন খান
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণাকে বিএনপির একটি রাজনৈতিক বিজয় বলে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
তিনি বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ফলেই এ নির্বাচন ঘোষণার পথে সরকার এসেছে। তবে শুধু তারিখ ঘোষণা নয়, বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে আহ্বান জানান।
বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বের করা বিজয় র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান এসব কথা বলেন।
সিলেট জেলা ও মহানগর বিএনপি এ র্যালি ও সমাবেশের আয়োজন করে।
বিজয় র্যালিপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নাজমুল ইসলাম ও বিএনপির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী। বিজয় র্যালিটি রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
এদিকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপিও পৃথকভাবে বিজয় র্যালির আয়োজন করে। র্যালিটি ক্বীন ব্রিজের দক্ষিণপ্রান্তে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ। সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন এবং র্যালিতে অংশগ্রহণ করেন।