মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন নিয়ে মামলা, ডিসিকে শোকজ
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান মুন্সীর মৃত্যুর পর তার পালিত কন্যা খাদিজা তাহিরার বিরুদ্ধে ঔরসজাত কন্যা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা উত্তোলনের অভিযোগে সম্প্রতি আদালতে মামলা হয়েছে।
এ মামলায় জেলা প্রশাসকসহ ৬ জনকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
মামলার বাদী মুক্তিযোদ্ধার ভাইপো নজরুল ইসলাম জানান, খাদিজা তাহিরা প্রকৃত কন্যা নন; তিনি কাপ্তাই এলাকার এক দম্পতির কন্যা। শিশুকালে তাকে দত্তক নেন নিঃসন্তান লুৎফর রহমান মুন্সী ও তার স্ত্রী। অনার্স পড়াকালে খাদিজা লিখিতভাবে দত্তক পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিয়ে করেন। এরপরও তিনি ঔরসজাত কন্যা সেজে ভাতা উত্তোলনের আবেদন করেন এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে ভাতা গ্রহণ করছেন।
প্রশাসনের তদন্ত প্রতিবেদনে ডিএনএ পরীক্ষার সুপারিশ এবং আদালতের মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হলেও ভাতা অনুমোদন করা হয় বলে অভিযোগ রয়েছে। মামলার বিষয়ে বিবাদী খাদিজা তাহিরা ভোটার আইডি ও শিক্ষাগত সনদ দেখিয়ে নিজেকে মুক্তিযোদ্ধার একমাত্র কন্যা দাবি করেন।
আরও পড়ুন