Advertisement

স্থায়ীভাবে ফিরতে চেয়েছিলেন, এলো লাশ

যুগান্তর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

দুই দশকের প্রবাস জীবনের ইতি টেনে স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নড়াইলের ইলিয়াস মিয়া (৫৪)। তিনি দেশে ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে। তার বাড়ি জেলার লোহাগড়া উপজেলার সুজাপুর গ্রামে।

ইলিয়াসের ভাগ্নে খান মেজবাহ উদ্দিন বলেন, চাচা ২১ বছর কুয়েতে ছিলেন। দেশে ফেরার জন্য দিন গুনছিলেন। কিন্তু শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরলেন। তার মৃত্যুতে আমরা সবাই শোকে মূহ্যমান।

কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ইলিয়াসের লাশ রোববার সকালে দেশে পৌঁছালে একনজর দেখতে ভিড় করেন স্বজন ও গ্রামবাসী। বিকেলে তার জানাজা শেষে গ্রামের কবরস্থানে তার দাফন করা হয়। তার মৃত্যুতে শোকে মূহ্যমান পরিবার, স্বজন ও গ্রামবাসী।

পরিবারের সদস্যরা জানান, সংসারের অভাব ঘোচাতে ২০০৪ সালে কুয়েতে যান ইলিয়াস। এরপর মাঝে-মধ্যে দেশে এলেও মূলত প্রবাসেই কাটিয়েছেন দীর্ঘসময়।

সর্বশেষ তিনি জানিয়েছিলেন, চলতি মাসের শেষে স্থায়ীভাবে দেশে ফিরবেন, আর বিদেশে যাবেন না। সে অনুযায়ী তিনি প্রস্তুতিও নিচ্ছিলেন।

১০ সেপ্টেম্বর একটি কাজে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে গিয়েছিলেন ইলিয়াস। সেখান থেকে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সব আনুষ্ঠানিকতা শেষে তার লাশ রোববার দেশে আনা হয়।

Lading . . .