গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালি
কালবেলা
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

খুলনার কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় কয়রা সদরে এই বিজয় র্যালি শেষে কপোতাক্ষ কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ মনিরুজ্জামান বেল্টু, কৃষক দলের আহ্বায়ক এসএম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান প্রমুখ।