প্রেমের সম্পর্ক নিয়ে বকা দেওয়ায় স্কুলে গিয়ে শিক্ষার্থীর কাণ্ড
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বিনা খাতুন আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিনা খাতুন স্কুলেরই এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করেন। অভিমানে সে ঘরে থাকা মাঠে ব্যবহারযোগ্য ঘাস মারার বিষ নিজের স্কুলব্যাগে করে নিয়ে আসে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টিফিন বিরতির সময় ক্লাসরুম থেকে সকলে বেরিয়ে গেলে সে বিষপান করে। সহপাঠীরা বিষয়টি দেখে দ্রুত শিক্ষকদের জানায়। পরে শিক্ষক ও পরিবার মিলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ১২টার দিকে মারা যায় সে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম নান্নু বলেন, বিনা খাতুন প্রেম ভালোবাসার ঘটনায় পারিবারিক কারণে মানসিক চাপে ছিল। সে টিফিন পিরিয়ডে ক্লাসে বিষপান করে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ কালবেলাকে বলেন, অষ্টম শ্রেণির ছাত্রী বিনা খাতুন বিষপান করে মারা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।