শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫
---68bedf8813598.jpg)
ফরিদপুরে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ ওয়াজেদ শেখকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
অভিযুক্ত ওয়াজেদ শেখ ফরিদপুর পৌর সদরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। শিশুটি অভিযুক্তের প্রতিবেশী বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রোববার বিকালে ঘটনার সময় মোবাইলে ধারণকৃত একটি ভিডিওতে সেই স্পর্শকাতর দৃশ্য দেখা যায়। ওই সময় বৃদ্ধকে হাতেনাতে আটক করে স্থানীয়রা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানান। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে বৃদ্ধের গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেন।
শিশুটির মা বলেন, মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে এই বৃদ্ধ। আমি এই নরপিশাচের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সমীর কুমার দাস বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।