মাগুরায় বিদেশি রিভলবারসহ হরকাতুল জিহাদের সদস্য আটক
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার ভোররাতে উপজেলার আমতৈল গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩২)। তিনি ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও দুটি বুলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে মাগুরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম আমতৈল গ্রামে শহীদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে বুলেট ও অস্ত্র উদ্ধার করা হয়। পরে রফিকুল ইসলামকে আটক করে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তিনি কিভাবে এই সংগঠনের সঙ্গে যুক্ত হলেন এবং তার সঙ্গে আর কারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেসব খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে অবস্থান করছিলেন। সম্প্রতি তাকে বিভিন্ন উগ্রপন্থি কর্মকাণ্ডে সক্রিয় থাকতে দেখা গেছে। একজন প্রতিবেশীর এভাবে জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক মনে করছেন তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হরকাতুল জিহাদ বাংলাদেশে বেশ কয়েকটি বড় ধরনের সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিল। বহু বছর আগে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হলেও গোপনে তারা নিজেদের কার্যক্রম চালিয়ে আসছে বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদরিস আলী জানান, এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে হরকাতুল জিহাদের সঙ্গে সম্পৃক্ততা এবং সংগঠনের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার জন্য বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।