Advertisement

বিলুপ্তির পথে ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কালবেলা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার গুড়পুকুর মেলা জেলার সবচেয়ে বড় সামাজিক-সাংস্কৃতিক সমাবেশ ছিল। ছবি : কালবেলা
সাতক্ষীরার গুড়পুকুর মেলা জেলার সবচেয়ে বড় সামাজিক-সাংস্কৃতিক সমাবেশ ছিল। ছবি : কালবেলা

সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা। পূজা উপলক্ষে পলাশপোল মোড়ে দূরদূরান্ত থেকে আসা দোকানিরা নানা পসরা ও মিষ্টি-মিঠাই সাজিয়ে বসেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের পলাশপোল গুড়পুকুর পাড়ের বটতলায় মনসাতলা মন্দির কমিটির উদ্যোগে পূজা অনুষ্ঠিত হয়।

প্রতিবছর এই পূজাকে ঘিরে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন হয়ে থাকে। প্রায় ৪০০ বছরের পুরোনো এই মেলা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করত। তবে এ বছর পৌরসভা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় মেলা অনুষ্ঠিত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুড়পুকুর মেলা একসময় ছিল জেলার সবচেয়ে বড় সামাজিক-সাংস্কৃতিক সমাবেশ। এ মেলায় গ্রামীণ হস্তশিল্প, মিষ্টি, খেলনা, নাগরদোলা, যাত্রাপালা, পুঁথিপাঠ ও পালাগানের আয়োজন থাকত। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সব ধর্ম-বর্ণের মানুষ মেলায় যোগ দিয়ে আনন্দ ভাগাভাগি করতেন। মেলা ছিল মিলনমেলা, ছিল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

এ ঘটনায় নাগরিক সমাজ ও সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, গুড়পুকুর মেলা শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং সাতক্ষীরার সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাই ছোট পরিসরেই হোক, প্রতিবছর এই আয়োজন টিকে রাখা জরুরি।

তাদের দাবি, নগরজীবনের চাপের মধ্যেও ঐতিহ্য ধরে রাখতে পৌরসভা ও স্থানীয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। না হলে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে সাতক্ষীরার বহুকালীন এই ঐতিহ্য।

Lading . . .