প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

খুলনায় ফের খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে শেখ শাহাদাত হোসেন নামের এক চরমপন্থি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে শাহাদতের মৃত্যু হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। তিনি বলেন, আহত শাহাদাত চরমপন্থি দলের নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাবাস ছিলেন। গেল কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিন লাভ করে বাইরে বের হন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক তাকে ধাওয়া করে।
তিনি আরও বলেন, উপায়ন্তর না পেয়ে জীবন বাঁচাতে তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন। সেখানে গিয়েও তার রক্ষা হয়নি। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এ সময় তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। শাহাদাত চরমপন্থি নেতা হিসাবে খুলনায় পরিচিত।
শেখ শাহাদাত হোসেন চরমপন্থি নেতা হওয়ার কারণে খুলনার অনেকে ক্যাপ্টেন শাহাদাত নামে বেশি পরিচিত ছিল। তার বিরুদ্ধে বোমা মেরে দুই পুলিশ সদস্যকে হত্যাসহ একাধিক হত্যা মামলা চলমান ছিল। বিদেশি অস্ত্র মামলায় ২০০২ সাল থেকে খুলনা জেলা কারাগার ও ঢাকায় কারাগারে ছিলেন ২০২৪ সালের ৫ আগস্টের পর জেল থেকে মুক্তি পান শাহাদাত।