প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছে বিএনপি
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
রোববার (১৭ আগস্ট) বিকালে ৪টায় নির্বাচন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি দলের সঙ্গে এ বৈঠক শুরু করেন সিইসি।
বৈঠকে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ইসিকে সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
নির্বাচনের বিষয়ে সিইসিও একাধিকবার বলেছেন, ভোটের দিন থেকে দুই মাস আগে, ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা হবে। শিগগিরই নির্বাচনী রোডম্যাপও প্রকাশ করবে জানানো হয়েছে ইসির পক্ষ থেকে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা সময় চেয়েছিলাম সিইসি, তিনি সময় দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানবো আমরা।
আরও পড়ুন