
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে থাকছেন না হামজা-শমিত
সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলা নিয়ে অনেক দেশের সঙ্গেই যোগাযোগ করেছে বাফুফে। শুরুতে ইউরোপীয় দলের কথাও বলা হয়েছিল। পরে নেপালের বিপক্ষে চূড়ান্ত হয়। সেটাও আবার অনিশ্চিত হয়ে যায় দক্ষিণ এশিয়ার বাইরের একটি দলের সঙ্গে আলোচনা এগিয়ে যাওয়ায়।তবে সর্বশেষ গত বৃহস্পতিবার জাতীয় দল কমিটির সভায় চূড়ান্ত হয়েছে, নেপালেই হবে খেলা। আগের সূচি অনুযায়ী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমাণ্ডুতে হবে ম্যাচ দুটি। গত বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে দুটি ম্যাচ খেলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।২৮ জুলাই, ২০২৫