Advertisement

যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বোঝাপড়া বাড়াতে তৎপর বিএনপি

ঢাকা পোস্ট

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

জুলাই গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের শাসনামলে যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া বাড়াতে তৎপরতা শুরু করেছে বিএনপি। বিগত বছরগুলোয় নিষ্ঠার সঙ্গে আন্দোলন ও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকার কারণে নেতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপনও করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তাদের নিয়ে আগামীতে নির্বাচন ও সরকার গঠনের কথাও তুলে ধরেন তিনি।

শনিবার (৯ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চসহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিকেল থেকে শুরু হওয়া এসব বৈঠকে অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ, গণফোরাম, বিজেপি, এনডিএম, জন অধিকার, পিপলস পার্টি, ন্যাপ ভাসানী, গণতান্ত্রিক বাম ঐক্য ও আমজনতার দল।

বৈঠকগুলোতে তারেক রহমান শীর্ষ নেতাদের ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী নির্বাচন, সরকার গঠনে একসাথে থাকার কথা আলোচনা করেন। আগামী দিনে পরিস্থিতি কীভাবে উন্নয়ন হবে, বিগত আন্দোলনে যুক্তরা কীভাবে মূল্যায়ন পাবেন- এসব বিষয়েও তিনি কথা বলেন।

বিএনপির এই শীর্ষ নেতা উল্লেখ করেছেন, নির্বাচনের পরও আওয়ামী লীগের দোষীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।

সংস্কার নিয়ে যেসব বিরোধ রয়েছে তা মেটানোর পরামর্শ আসে আলোচনায়। রাজনীতিতে দক্ষিণপন্থার বিস্তার ঘটায় কীভাবে গণতান্ত্রিক দলগুলো পরিস্থিতি মোকাবিলা করবে, স্থিতিশীলতার দিকে যাবে সেগুলোও দলগুলোর বৈঠকে উঠে আসে।

আরও পড়ুন

শনিবার সন্ধ্যার পর বৈঠক অংশ নেওয়া গণতন্ত্র মঞ্চের শরিক দল ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ শরিফুল ইসলাম বাবলু ঢাকা পোস্টকে বলেন, খুবই আন্তরিক পরিস্থিতিতে আলোচনা হয়েছে। তারেক রহমান বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন। আগামী দিনের রাজনীতি নিয়ে কথা বলেছেন।

তিনি আরও বলেন, আগামী দিনে নির্বাচন ও সরকার গঠনের নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে সঙ্গীদের সঙ্গে আরও বোঝাপড়া নিয়ে কথা হয়েছে।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মূলত ধন্যবাদ জানাতেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে বিএনপি। আগামী দিনের নির্বাচন, সরকার গঠনের সম্ভাবনা তৈরি হলে একসাথে সরকার গঠনের বিষয়ে বিএনপি আন্তরিক।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল ৮ আগস্ট ১২ দলীয় জোট সমমনা জোটসহ ২৪টি দলের সাথে মতবিনিময় হয়েছে।

এএইচআর/আরএআর

Lading . . .