Advertisement

গাইবান্ধায় জামায়াত নেতা নজরুলকে হত্যা, জামায়াতের প্রতিবাদ

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

24obnd

দুষ্কৃতিকারীদের হামলায় জামায়াত নেতা নজরুল ইসলামের নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, “গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নজরুল ইসলামকে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করেছে। আমি এই মর্মান্তিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে দেশ থেকে ফ্যাসিবাদ এখনো নির্মূল হয়নি। তারা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে জুলাই হত্যাকারীদের বিচার করতে হবে এবং সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে।

অবিলম্বে নজরুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি নিহত নজরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

আরও পড়ুন

Lading . . .