‘দেশ এগিয়ে নিতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে’
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশশে এগিয়ে নিতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। সবদিক থেকে তাদের শক্তি ও ক্ষমতা বৃদ্ধি করতে হবে। স্থানীয় সরকারকে যে গণতান্ত্রিক করা দরকার, এই বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারের মনোযোগ এখনো দেখিনি। ঘর থেকে বের হলেই আমি সেবা পাবো, স্থানীয় সরকারের কাছ থেকে আমি এটাই পেতে চাই।
আরও পড়ুন
তিনি বলেন, ভারতে পঞ্চায়েত প্রথা রয়েছে। পশ্চিমবঙ্গ যে দারিদ্রতা কমেছে, কর্মসংস্থান বেড়েছে, তার কারণ হলো পঞ্চায়েতগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে। সেখানে জবাবদিহিতা রয়েছে, নিজেরা বাজেট প্রণয়ন করতে পারে। আর আমাদের এখানে চেয়ারম্যান কোন দলের, সেই দলের প্রতি তার পক্ষপাত কাজ করে। হয়তো দুতিন জন মেম্বারকে তিনি আনুকূল্য সহযোগিতা করেন। কিন্তু বাকি মেম্বাররা অনেকটা সৎ ভাইয়ের মত, তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না। এই ব্যাপারে পরিবর্তন আনা উচিত।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাশকদের উপর আমলাদের নজরদারি সবসময় রয়েছে। ডিসি, ইউএনওরা সবসময় এদের ওপরে ছড়ি ঘুরাতে চায়। আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারেলেও আমলাতন্ত্র পরিবর্তন করতে পারিনি। বিভিন্ন দেশে দেখেছি স্থানীয় বরাদ্দ সেটা তৃণমূল পর্যায়ে চলে যায়। কিন্তু বাংলাদেশে সেই টাকাটা তৃণমূল পর্যায়ে সঠিকভাবে পৌঁছায় না।
সংসদে নারী আসন নিয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারলাম না। সংসদে ১০০টি নারী আসন উল্লেখ করে প্রত্যক্ষ নির্বাচনে ব্যবস্থা কথা উঠে এসেছিল। কিন্তু নানা কারণে সে বিষয়টা সামনে আসেনি। সুযোগ পেলেই যে নারীরা তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারেন, এটা অনেক পুরুষ গ্রহণ করতে চান না। সুতরাং নারীদের সুযোগ না দিলে আমরা এগোতে পারবো না।
সভায় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সংগঠনের উপদেষ্টা মো. মজনুর রহমান, মো. বেলাল হোসেইন, জাতীয়তাবাদী সংস্কৃতি দলের সভাপতি হুমায়ুন বেপারি প্রমুখ।
ওএফএ/এমএসএ