সাবেক এমপি ফারুকসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

মহিষ লুটের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ-সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। আসামিদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিকও রয়েছেন।
আসামির তালিকায় নাম রয়েছে গোদাগাড়ী উপজেলার বর্তমান ও সাবেক ১২ জন চেয়ারম্যান।
আদালতে মামলাটি করেছেন গোদাগাড়ী উপজেলার ধরমপুরের শেখ সামাদের ছেলে জাহির উদ্দিন।
মামলার বাদী জাহির উদ্দিন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সংঘটিত দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন হত্যা মামলার তিন নম্বর আসামি। পরে দ্রুত বিচার আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। ১৭ জুলাই বাদী গোদাগাড়ী আমলী আদালতে মামলার আবেদন করেন।
শুনানি শেষে রোববার আদালতের বিচারক সুমাইয়া সিদ্দিকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বিকালে বাদী মহিষ চরিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় উপজেলার কুমরপুর নিমতলা এলাকায় আসামিরা ধারাল অস্ত্র হাতে হামলা করে তার ৪৩টি মহিষ লুট করে ভটভটিতে তুলে চাপালের দিকে নিয়ে যায়।
এজাহারে আরও বলা হয়, ওইদিন পালপুর ভোট কেন্দ্রে ইসমাইল হোসেন নামের একজন যুবলীগ নেতা নিহত হলে তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়। ফলে তিনি মামলা করতে পারেননি।