Advertisement

বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাড়ি পুড়ে ছাই

যুগান্তর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

রাজশাহীর বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দেন।

জানা গেছে, উপজেলার কলাবাড়িয়া গ্রামের আসকান আলীর বাড়ির পাশে বিক্রির জন্য গ্যাস সিলিন্ডার রাখা ছিল। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আসকান আলী, লকিম উদ্দিন, হাসমত আলী, আসাদুল ইসলামের বসত বাড়ির ১১টি কক্ষ, ১টি সিএনজি, ২টি সাইকেল, ২টি ফ্রিজসহ বাড়ির অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার সহায়তা করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা দেবেন বলে জানা গেছে।

এ বিষয়ে চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে আগুন নিয়ন্ত্রণ করতে করতে চারটি বাড়ির ১১টি কক্ষ, ১টি সিএনজি, ২টি সাইকেল, ২টি ফ্রিজসহ পুড়ে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

Lading . . .