Advertisement

পাবনা-১ আসন পুনর্বহাল দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল

যুগান্তর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

পাবনা-১ (সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার আংশিক) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়।

সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল ছয়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ হরতাল চলে। হরতাল চলাকালে বেড়ায় সব ধরনের যানবাহন চলাচলসহ পৌর সদরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সূত্রমতে, সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন মিলে ছিল পাবনা-১ সংসদীয় আসন। এছাড়া বেড়ার বাঁকি ৫টি ইউনিয়ন ও সুজানগর উপজেলা মিলে ছিল পাবনা-২ সংসদীয় আসন। কিন্তু গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে শুধুমাত্র সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং বেড়া ও সুজানগর উপজেলা মিলে পাবনা-২ আসন পুনর্গঠন করা হয়।

এরপর থেকে ক্ষোভে ফেটে পড়েন বেড়া উপজেলাবাসী। তারা আগের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গত ৭ সেপ্টেম্বর ঢাকা-পাবনা মহাসড়কে ৮ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এরই ধারাবাহিকতায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দেওয়া হয়।

আন্দোলনকারীরা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে শুধু সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন আলাদা করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ সবধরনের কাজকর্ম সাঁথিয়ার সঙ্গে যুক্ত। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

এদিকে হরতালে বেড়ায় সবধরনের যানবাহন চলাচল বন্ধসহ সব ধরনের দোকানপাট ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হরতালে দিনভর বিক্ষোভকারীরা বেড়া সদরে বিক্ষোভ মিছিল করেন। তারা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন।

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, সাবেক সহসভাপতি সাজেদুল ইসলাম দিপু, বণিক সমিতির প্রতিনিধি রিকশা ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা, চতুর হাট বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন মোল্লা প্রমুখ।

আরও পড়ুন

Lading . . .