Advertisement

বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

যুগান্তর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

24obnd

নাটোরের লালপুরে ইব্রাহিম আলী নামে এক যুবকের বিরুদ্ধে প্রতিবন্ধী তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৪ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ইব্রাহিম আলী উপজেলার রাধাকান্তপুর গ্রামের প্রীতম আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে ওই তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত যুবক ওই প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। পরে তিনি বাড়ি ফিরলে বিষয়টি তার মেয়ে ইশারা ইঙ্গিতের জানায়। পরে ভুক্তভোগী তরুণীর মা অভিযুক্তের পরিবারকে জানলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

Lading . . .