Advertisement

ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল জব্দ

কালবেলা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

জব্দকৃত চাল। ছবি : কালবেলা
জব্দকৃত চাল। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১২৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকার মমিন মিয়ার চাতালের গুদাম থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর পশ্চিমপাড়াতে মো. আব্দুল মোমিন তালুকদারের চাতালের গোডাউনে সরকারি চাল মজুদকৃত অবস্থায় পাওয়া যায়।

অভিযানকালে গোডাউনে সরকারি লোগোযুক্ত ১০ বস্তা, ১১৫ টি প্লাস্টিকের বস্তায় সরকারি চাল পাওয়া যায়। এছাড়া সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তা পাওয়া যায়। খালি বস্তাগুলোর চাল এসব প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে মর্মে ওসি, এলএসডি সনাক্ত করেন।

ঘটনাস্থলে গোডাউনের মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি। ওসি, এলএসডিকে অভিযুক্ত মো. আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লিখিত মালামালসহ দুইটি গোডাউন সিলগালা করে সোনামুখি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলাম খানের জিম্মায় প্রদান করা হয়েছে।

Lading . . .