Advertisement

ধর্ষণের শিকার গৃহবধূ খোয়ালেন সংসার

যুগান্তর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

24obnd

বগুড়ার ধুনটে ধর্ষণের শিকার গৃহবধূ সংসার খুইয়েছেন। ক্ষুব্ধ স্বামী তাকে তালাক দিয়েছেন। এ ঘটনায় গ্রেফতার হয়েছে একজন। স্বামীর সংসার ফিরে পেতে ও ধর্ষকের বিচারের দাবিতে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম সোমবার বিকালে বলেন, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হলেও তিনি এতে সম্মতি দেননি।

পুলিশ ও মামলা সূত্র জানায়, ধুনট পৌরসভার এক ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করেন। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। স্বামী বগুড়া শহরে চাকরির সুবাদে কর্মস্থলে থাকেন। এ সুযোগে ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী এলাকার আবুল হোসেন বারিকের ছেলে বিপ্লব হোসেন বিদ্যুৎ ১৮ জুন রাতে কৌশলে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরদিন স্বামী বাড়িতে ফিরে স্ত্রীর কাছে ঘটনা জানতে পেরে তাকে তালাক দেন।

গৃহবধূ বিচারের দাবিতে গ্রামের মুরুব্বিদের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হন। বাধ্য হয়ে শনিবার ধুনট থানায় মামলা করেন। রাতে পুলিশ ধুনট বাজার থেকে একমাত্র আসামি বিদ্যুৎকে গ্রেফতার করে।

তবে এলাকাবাসীর দাবি, ওই গৃহবধূর সঙ্গে বিদ্যুতের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Lading . . .