Advertisement

‘সংখ্যালঘুদের প্রতি সহযোগিতার মনোভাব বাংলাদেশের মতো কোথাও নেই’

কালবেলা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী নগরের ধর্মসভায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। ছবি : কালবেলা
রাজশাহী নগরের ধর্মসভায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। ছবি : কালবেলা

র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেছেন, বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি সহযোগিতার মনোভাব নেই।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরের ধর্মসভায় পূজামণ্ডপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারেন। বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি এত বেশি সহায়তা এবং সহযোগিতার মনোভাব আছে বলে আমি মনে করি না। গতবার মাদ্রাসার ছাত্ররাও মণ্ডপ পাহারা দিয়েছে। এর তো তুলনা হয় না।

র‌্যাব-৫-এর আওতাধীন পাঁচ জেলায় দুই হাজারেরও অধিক পূজামণ্ডপ রয়েছে। সব মণ্ডপের সভাপতি-সম্পাদকের সঙ্গে র‌্যাবের যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ষষ্ঠী পূজার আগে এখন প্রতিমা নির্মাণের জায়গাগুলোতে গোয়েন্দা নজরদারি রয়েছে। পাঁচটি জেলার প্রতিটি মণ্ডপের সভাপতি-সম্পাদকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। টহল টিম যাচ্ছে।

দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের হুমকি নেই জানিয়ে র‌্যাব অধিনায়ক বলেন, ষষ্ঠী পূজা থেকে মণ্ডপ এবং রাস্তাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। শুধু র‌্যাবই নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সভা করা হয়েছে। এ বছরও অনেক ভালো পরিকল্পনা করা হয়েছে। হুমকি পর্যবেক্ষণ করেছি। বিশেষ কোনো হুমকি নেই। তার পরও আমরা নিরাপত্তাব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করি।

মাসুদ পারভেজ বলেন, দুর্গাপূজার উৎসব কিন্তু শুরু হয় রাজশাহীর তাহেরপুরে। তাই রাজশাহীর দুর্গাপূজায় বিশেষ তাৎপর্য থাকে। এখানে আরও উৎসবমুখর পরিবেশে পূজা পালিত হয়। আমরা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করব। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক অশোক কুমার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্যকুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Lading . . .