Advertisement

পুলিশ সুপারকে শাড়ি-লুঙ্গি উপহার দিতে চান পাবনার জুলাই যোদ্ধারা

যুগান্তর

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

24obnd

পাবনায় জুলাই আন্দোলনে ছাত্র হত্যার সঙ্গে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুততম সময়ে দৃশ্যমান শাস্তির দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধারা।

বৃহস্পতিবার পাবনার আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার সাবেক আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, জুলাই আন্দোলনে আমরা সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি দেখেছি। এসব সন্ত্রাসী আমাদের ভাইদের হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে। এসব অস্ত্রধারীরা এখন কোথায়?

তিনি অভিযোগ করেন, পুলিশ জুলাই হত্যা মামলা নিয়ে গ্রেফতার বাণিজ্য করছে। প্রকৃত দোষীদের আড়াল করছে। কোনো হত্যাকারীর নাম যেন চার্জশিট থেকে বাদ দেওয়া না হয় সে বিষয়ে সতর্ক করে দিচ্ছি।

তিনি আরও বলেন, অবিলম্বে প্রকৃত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃশ্যমান বিচারের মুখোমুখি করা না হলে পাবনার পুলিশ সুপারকে শাড়ি-লুঙ্গি উপহার দেওয়া হবে।

আরও পড়ুন

Lading . . .