Advertisement

বগুড়ায় ঘুমিয়ে থাকা পেট্রলপাম্পের ব্যবস্থাপককে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা, জবানবন্দিতে জানালেন কর্মচারী

প্রথম আলো

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিং স্টেশনের কর্মকর্তা হত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের ভিড়। রোববার সকালে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায়ছবি: প্রথম আলো
ফিলিং স্টেশনের কর্মকর্তা হত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের ভিড়। রোববার সকালে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায়ছবি: প্রথম আলো

বগুড়ায় পেট্রলপাম্পের এক কর্মকর্তাকে ঘুমের মধ্যে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬) নামের এক আসামি আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মেহেদী হাসান তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আসামি রাকিবুল ইসলামকে আদালতে হাজির করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে আদালতের কারাগারে পাঠানো হয়।

পেট্রলপাম্পের নিহত কর্মকর্তার নাম ইকবাল হোসেন। তিনি সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার রাকিবুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। গতকাল রোববার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাঁকে আটক করেন বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, আটকের পর রাকিবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, গত শনিবার ভোররাতের দিকে ঘুমন্ত অবস্থায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। মৃত্যু নিশ্চিত করতে পরে স্লাই রেঞ্চ এবং চাকু দিয়ে চোখে আঘাত করেন। এরপর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈরে গিয়ে আত্মগোপন করেন। পেট্রলপাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেন রাকিবুল ইসলাম।

ওসি ডিবি আরও বলেন, পুলিশ ইতিমধ্যেই হত্যাকাণ্ডের সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে। তাতে দেখা যায়, বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এতে সময় লেগেছে ২০ সেকেন্ডেরও কম।

গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষ থেকে ব্যবস্থাপক কাম ক্যাশিয়ার ইকবাল হোসেনের লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় হত্যা মামলা করেছেন ইকবাল হোসেনের ছোট বোন মোছা. সাদিয়া। আজ সোমবার বগুড়া সদর থানায় করা এ মামলায় একমাত্র আসামি করা হয় বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের কর্মচারী রাকিবুল ইসলামকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জোবায়ের খান বলেন, ডিবির হাতে গ্রেপ্তার রাকিবুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত সময়ে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

Lading . . .