যুগান্তর
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

রাজশাহীর বাঘায় বিভিন্ন মামলার ১৩ জন পলাতক আসামিকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-হামিদুল ইসলাম, রাকিবুল ইসলাম, আতিকুর রহমান, বিদ্যুত হোসাইন ওরফে নাজিম, আমিনুল ইসলাম বাবু, শামিম রানা সান্টু, রুপা খাতুন, মামুন হোসেন, রায়হান আলী, লিটন হোসেন, রবিউল ইসলাম, এজাজুল ইসলাম ও সুজন আলী।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, গ্রেফতার ১৩ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাদের নামে একাধিক মামলা রয়েছে। বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।