Advertisement

জয়পুরহাটে জামায়াতের গণমিছিলে ‘ভুল করে’ খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান, পরে দুঃখ প্রকাশ

প্রথম আলো

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

গণ-অভ্যুত্থানের বর্ষপূতিতে জয়পুরহাটে জামায়াতের গণমিছিলে শেখ হাসিনার ফাঁসির দাবির বদলে কয়েকবার খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছবি: ভিডিও থেকে নেওয়া
গণ-অভ্যুত্থানের বর্ষপূতিতে জয়পুরহাটে জামায়াতের গণমিছিলে শেখ হাসিনার ফাঁসির দাবির বদলে কয়েকবার খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছবি: ভিডিও থেকে নেওয়া

গণ-অভ্যুত্থানের বর্ষপূতিতে জয়পুরহাটে জামায়াতে ইসলামীর গণমিছিলে শেখ হাসিনার ফাঁসির দাবির বদলে কয়েকবার ‘ভুল করে’ খালেদা জিয়ার নাম উল্লেখ করে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর জেলা জামায়াতের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে স্ট্যাটাস দেন বিএনপির কয়েকজন নেতা। এরপর জেলা জামায়াতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন দলের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহা. হাসিবুল আলম।

এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘জয়পুরহাট জেলা জামায়াতের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, গতকাল জয়পুরহাট জেলা জামায়াতের যে গণমিছিল হয়েছে, সেখানে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি চাই বলে স্লোগান দিয়েছেন ভালো কথা, আমরাও দিয়েছি। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত মজলুম নেত্রী, দেশনেত্রী বেগম খালেদার ফাঁসি চাইলেন কোন যুক্তিতে? এটা কি প্রতিহিংসার স্লোগান নাকি রাজপথ উত্তপ্ত করার কৌশল মাত্র? নাকি ভুল? দয়া করে যদি এই স্লোগানের সঠিক ব্যাখ্যাটা আপনারা জানাতেন, আমার মতো লাখ লাখ খালেদা জিয়ার ভক্ত উপকৃত হতো।’

এ বিষয়ে জামায়াত নেতা মুহা. হাসিবুল আলম বলেন, ‘স্লোগানে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবি জানানো হয়। অনাকাঙ্ক্ষিতভাবে আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফাঁসির দাবি উচ্চারিত হয়েছে। যা ভুল করে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ঘটনাটি জানার পর জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে আপসহীন নেত্রী তাঁরা সেটি মেনে নিয়েছেন।

Lading . . .