ব্যবসায়ীর কাছে পৌর বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগ
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫
-68c0270aa253a.jpg)
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি সমর্থিত এক প্রভাবশালী ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন এক বিএনপি নেতা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ব্যবসায়ী হানিফ বাবলু বিএনপি নেতা মোতালেব হোসেনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত ওই বিএনপি নেতা মোতালেব হোসেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা।
অভিযোগকারী ব্যবসায়ীর কেএম হানিফ বাবলু একজন প্রভাবশালী ব্যবসায়ী। তার ইটভাটাসহ ভাঙ্গুড়া বাজারে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ভাঙ্গুড়া থানায় দেওয়া এক অভিযোগে ব্যবসায়ী কেএম হানিফ বাবলু বলেন, তিনি ইটভাটা, চালকল, রেন্ট-এ-কারসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তিনি পূর্ব থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছেন।
তিনি বলেন, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে মোতালেব হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মোতালেব হোসেন ও তার সহযোগী শাহ শিকদার (৪০) অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
এ সময় তারা হানিফ বাবলুর মালিকানাধীন দুটি মাইক্রোবাস সড়কে চলাচল করলে ভাঙচুর করা হবে বলে হুমকি দেন। শুধু তাই নয়, তাকে প্রাণনাশের ভয়-ভীতিও প্রদর্শন করা হয়।
ব্যবসায়ী হানিফ বাবলুর ছেলে ব্যবসায়ী ইমতিয়াজ পলাশ বলেন, মোতালেব তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে গাড়ি ভেঙে ফেলা হবে এবং চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন। প্রয়োজনে হত্যা করা হবে বলে শাসিয়ে যান। ফলে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, মোতালেব হোসেন আগে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিলেমিশে উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতার পদ ধরে রাখেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তিনি বিএনপির পরিচয়ে বেপরোয়া হয়ে ওঠেন। এর আগেও তার বিরুদ্ধে চাঁদা দাবি ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে।
অভিযোগের বিষয়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন বলেন, আমি একজন দরিদ্র মানুষ এবং হার্টের অসুখে ভুগছি। মূলত চিকিৎসায় সহযোগিতা পাওয়ার জন্যই আমি তার কাছে গিয়েছিলাম; কিন্তু তিনি বিষয়টিকে চাঁদাবাজি হিসেবে উল্লেখ করেছেন।
ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী হানিফ বাবলু বিএনপি নেতা মোতালেব হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।