Advertisement

‘হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে’

কালবেলা

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

পাবনায় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
পাবনায় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বলেছেন, জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো এমন একটি দেশে আমরা বাস করি- যেখানে মৃত্যুর পরও লাশের পরিচয়ও পাওয়া যায় না। অনেকের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে।

‎সোমবার (১৮ আগস্ট) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের (জাসাস) উদ্যোগে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎শিমুল বলেন, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। লাশ গাড়িতে তুলে পুড়িয়ে দিয়েছে। অনেককে গুম করা হয়েছে। মতের বাইরে গেলেই তাকে জুলুম নির্যাতন করা হতো। সীমাহীন নির্যাতন সহ্য করতে হয়েছে দেশের মানুষকে। এখনো ঢাকা মেডিকেলর মর্গে লাশ পড়ে আছে। ছয়জনের পরিচয় পাওয়া যায়নি।

‎ফ্যাসিবাদী আমলে সাংস্কৃতিক কর্মীদের ওপর হাসিনার জুলুম নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, ওই আমলে সাংস্কৃতিক কর্মীদের ওপর লাগাতার হুলিয়া জারি করা হয়েছিল। কোনো শিল্পী যদি খুনি হাসিনার বিপক্ষে কোনো গান রচনা করত তাহলে তাকে নানাভাবে নাজেহাল করা হতো। তারা যেন জাতীয়তাবাদীর পক্ষে গান না করতে পারে সেই সব পদক্ষেপ নিত। আওয়ামীপন্থি শিল্পীদের সুযোগ সুবিধা দেওয়া হতো।

‎নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেকে করতে হবে। সাধনা ও ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। নৈরাজ্য ও ভীতি সৃষ্টি করা যাবে না। সবাইকে লিডারশিপ ধারণ করার মতো উদারতা থাকতে হবে।

‎পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, সাংস্কৃতিক কর্মীরা অবহেলিত থাকে। এসব সাধারণ মানুষই অসাধারণ দেশ গড়ে তুলতে সহায়তা করে। আমরা খুঁজে খুঁজে অনেক মানুষকে সহায়তা দিয়েছি। বন্যাকবলিত মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ফসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) পাবনা জেলার সভাপতি খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূইয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইথুন বাবু, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, বিশিষ্ট কণ্ঠশিল্পী মৌসুমী ও আকলিমা প্রমুখ।

Lading . . .