Advertisement

স্কুলের টেবিলের ড্রয়ারে বিষাক্ত গোখরো সাপ

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

পাবনার সুজানগর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের টেবিলের ড্রয়ারে পাওয়া গেল বিষাক্ত গোখরো সাপ। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের টেবিলের নিচের ড্রয়ার থেকে বিষাক্ত এ সাপটি উদ্ধার করা হয়। পরে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা সাপটি পিটিয়ে মেরে ফেলেন।

কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের পাশে এই স্কুল অবস্থিত। ধারণা করা হচ্ছে- বর্তমানে বিলে পানি আসায় হয়তো শুকনো জায়গায় আশ্রয় খুঁজতে গিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষের টেবিলের ড্রয়ারে ঢুকে পড়ে। মঙ্গলবার টেবিলটি বিদ্যালয়ের অন্য রুমে নেওয়ার সময় প্রায় দুই হাত লম্বা বিষাক্ত গোখরো সাপটির দেখা মেলে। এরপর সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাপ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হবে। তবে এই সাপের জন্য কোনো ক্লাশ বন্ধ থাকেনি। সব নিয়মমাফিকই হচ্ছে।

আরও পড়ুন

Lading . . .