রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ ২৪ আগস্ট
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এদিকে বুধবার (২০ আগস্ট) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও সরকারি ছুটি থাকায় আগামী রোববার (২৪ আগস্ট) থেকে নির্ধারণ করা হয়েছে।
এই মনোনয়নপত্র বিতরণ চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। আর আগামী ২৭ ও ২৮ আগস্ট বাছাই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে প্রশাসন।
রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার ২৪ হাজার ৮৯২ জন। যার মধ্যে ছাত্র ১৫ হাজার ১৫১ এবং ছাত্রী ৯ হাজার ৭৪১ জন।
১৭টি আবাসিক হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে এ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তফসিল অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ করার কথা থাকলেও মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
তালিকা অনুযায়ী, ছাত্র ভোটারদের মধ্যে শের-ই-বাংলা ফজলুল হক হলে ৮২৮ জন, শাহ মখদুম হলে ১ হাজার ১৭০ জন, নওয়াব আব্দুল লতিফ হলে ৯৬০ জন, সৈয়দ আমীর আলী হলে ১ হাজার ২৯ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৮৮ জন, শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৮৮ জন, মতিহার হলে ১ হাজার ৫৮৩ জন, মাদার বখশ হলে ১ হাজার ৫৯০ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৬১ জন, শহীদ জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৭১ জন এবং বিজয়-২৪ হলে ১ হাজার ২৮৩ জন রয়েছে।
আর ছাত্রী ভোটারদের মধ্যে মন্নুজান হলে ২ হাজার ৩৫ জন, রোকেয়া হলে ১ হাজার ৮২২ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৪৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১৩৪ জন, রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৫৫ জন এবং জুলাই-৩৬ হলে ২ হাজার ১৪৭ জন রয়েছেন।
চূড়ান্ত ভোটার তালিকা রাকসুর ওয়েবসাইট এবং আবাসিক হলগুলোর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ১২ আগস্ট কয়েকটি সংশোধনী এনে পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা করে কমিশন। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময়সীমা নির্ধারণ করা হলেও, অনিবার্যকারণ দেখিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, আগামী রোববার সকাল ৯টা থেকে যথারীতি নিয়ম অনুযায়ী রাকসুর মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে মধ্যবর্তী কার্যক্রম ও সময়সূচিতে কিছুটা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন। তিনি বলেন, কোনো অনিবার্য কারণে নয়, বরং ২০ আগস্ট সরকারি ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকায় মনোনয়নপত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন।
উল্লেখ্য, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।