Advertisement

২০ ঘণ্টা পর পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

বড়াইগ্রামে নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আদম আলী (৫৫) উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামের নুর মোহাম্মদ পঁচার ছেলে। সোমবার সকালে ধানের জমিতে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।

মঙ্গলবার সকালে রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে ঘণ্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের আত্মীয় মফিদুল আলম জানান, দুই বছর আগে স্ট্রোকের শিকার হয়ে তার বাম পা ও বাম হাত কিছুটা অকেজো হয়ে যায়। সোমবার সকালে ধানের জমিতে শ্রমিকদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তিনি বের হন। দীর্ঘক্ষণ পরও তিনি জমিতে না পৌঁছানোয় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। একপর্যায়ে পুকুরের পানিতে তার হাতের লাঠি ভেসে থাকতে দেখা যায়। পরে বনপাড়া ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের ২টি টিম সন্ধ্যা পর্যন্ত তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার রাজশাহী থেকে ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, জমিতে যাওয়ার সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে তিনি মারা গেছেন বলে স্বজনরা ধারণা করছেন।

Lading . . .