Advertisement

ছিনতাইয়ের শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব

যুগান্তর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

24obnd

বগুড়ায় ছিনতাইকারীদের খপ্পরে পড়ে মোবাইল ফোন খুইয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খান। টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে তিনি আহত হয়েছেন।

সোমবার রাতে বগুড়া সদরের বারপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সাকিব খান সদর থানায় জিডি করেছেন।

সাকিব খান জানান, সোমবার রাতে জুলাইযোদ্ধা পরিবারের সদস্যদের ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের দাওয়াতপত্র পৌঁছে দিচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে অটোরিকশায় চারমাথা থেকে মাটিডালির দিকে যাচ্ছিলেন। বারপুর এলাকায় অটোরিকশায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় পেছন থেকে মোটরসাইকেলে থাকা তিন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা তার ২৫ হাজার টাকা মূল্যে মোবাইল ফোন ছিনিয়ে নিতে টানাহেঁচড়া শুরু হয়। এ সময় তিনি অটোরিকশা থেকে ঢাকা-রংপুর মহাসড়কে ছিটকে পড়ে যান। একপর্যায়ে তারা ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন। এছাড়া তিনি এ ব্যাপারে সদর থানায় জিডি করেছেন।

সাকিব খান আরও জানান, কাজটি ছিনতাইকারীদের নাকি দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা- সে ব্যাপারে তিনি নিশ্চিত হতে পারেননি। এ ব্যাপারে পুলিশ সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত ঘটনা প্রকাশ পাবে।

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খানের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার বিষয়ে তদন্ত চলছে। এটি ছিনতাইকারীদের হামলা নাকি দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা দুটি দিকই খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

Lading . . .