Advertisement

আ.লীগ নেতা দুলুর বিরুদ্ধে দুদকের চার্জশিট

যুগান্তর

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

আছাদুর রহমান দুলু। ছবি: যুগান্তর
আছাদুর রহমান দুলু। ছবি: যুগান্তর

বগুড়ায় সাড়ে তিন কোটির অধিক মূল্যমানের জ্ঞাত-আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আছাদুর রহমান দুলুর (৫৯) বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার আদালতে এ বিষয়ে চার্জশিট জমা দেন তিনি।

দুদক ও মামলা সূত্র জানায়, একেএম আছাদুর রহমান দুলু শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত বেলায়েত আলী জোয়ার্দারের ছেলে। দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে ২০২০ সালের ৫ মার্চ দুলুকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। তিনি ওই বছরের ২৫ জুন দুদকে তার সম্পদ বিবরণী দাখিল করেন। তার দাখিল করা সম্পদ বিবরণীতে দুই কোটি ৫২ লাখ পাঁচ হাজার ৪২২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। প্রাথমিক তদন্তে দাখিল করা সম্পদ বিবরণীতে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ ও সম্পত্তির তথ্য পাওয়া যায়।

এ ব্যাপারে দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুল ইসলাম বাদী হয়ে দুলুর বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে।

তিনি তদন্ত করে জানতে পারেন, একেএম আছাদুর রহমান দুলু তিন কোটি ২৯ লাখ ২৮ হাজার ২০৫ টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন এবং মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদানসহ তিন কোটি ৫৫ লাখ ২৫ হাজার ৫০ টাকা মূল্যমানের জ্ঞাত-আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ নেতা একেএম আছাদুর রহমান দুলুর বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও নাশকতার মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন

Lading . . .