Advertisement

আমরণ অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী

কালবেলা

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

অসুস্থ হয়ে পড়া আমরণ অনশনে থাকা ১১ শিক্ষার্থী। ছবি : কালবেলা
অসুস্থ হয়ে পড়া আমরণ অনশনে থাকা ১১ শিক্ষার্থী। ছবি : কালবেলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় অনুমোদনের দাবিতে আমরণ অনশনে থাকা ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা।

বিকেলই দুজন অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে।

রাত সোয়া ১১টা পর্যন্ত ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। তারা হলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাসান, ওমর ফারুক, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান, সাদমান, আবু সাঈদ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুইজ এবং মাইশা, নাফিদ, আজিজ, মিলন, ইসারুল ও আলামিন।

তবে অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হাসপাতালেও যাবে না বলে জানিয়েছে। তারা যে কোন অবস্থায় আগামীকাল ১৭ আগস্ট একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন হওয়ার আগ পর্যন্ত অনশন চালিয়ে যাবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী বলেন, শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছে। এখন পর্যন্ত ১১ জন অসুস্থ হয়েছেন। আমাদের মেডিকেল টিম তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তারপরও তারা অনশন থেকে সরে আসছে না।

সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন আমরা সকাল ১১টা থেকে গণ অনশন শুরু করেছি, আমরা ইতিমধ্যে আমরণ অনশনের ঘোষণা দিয়েছি। আগামীকালের একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। আমাদের কথা একটাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং আগামীকালই তার অনুমোদন চাই।

Lading . . .