প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামের এক নারীকে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছেন রকি (২২) নামের এক মাদকাসক্ত যুবক। রকি নিহত আফি খাতুনের আপন বড় ভাইয়ের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আপন ফুফুকে হত্যার মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কামাল হোসেনের ছেলে মাদকাসক্ত রকি তার ফুফু আফি খাতুনের কাছে টাকা চাইছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি কয়েক দফা তার ফুফুর গলায় ছুরি চালায়। ফলে ঘটনাস্থলেই আফি খাতুন অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।
এ ঘটনার পর স্থানীয়রা রকিকে ধাওয়া দিয়ে আটকের চেষ্টা করেন; কিন্তু রকি পালিয়ে যান। রকি মাদকাসক্ত ছিলেন। কোনো কাজ করতেন না। এলাকায় চুরিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আর নিহত আফি খাতুন অন্যের বাড়ির গৃহপরিচারিকার কাজ করে চলতেন।
এ ব্যাপারে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।