Advertisement

দেশে প্রথম এআইভিত্তিক রেডিওথেরাপির উদ্বোধন

কালবেলা

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

বগুড়ায় রেডিওথেরাপি মেশিনের উদ্বোধনীতে অতিথিরা। ছবি : কালবেলা
বগুড়ায় রেডিওথেরাপি মেশিনের উদ্বোধনীতে অতিথিরা। ছবি : কালবেলা

বগুড়ার টিএমএসএস ক্যানসার সেন্টারে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক রেডিওথেরাপির মেশিনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাতে একটি হোটেলে টিএমএসএস ক্যানসার কংগ্রেস অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করা হয়।

এতে করে দেশে ক্যানসার চিকিৎসায় এক যুগান্তকারী মাইলফলক উন্মোচন করল টিএমএমএস ক্যানসার সেন্টার।

চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহম্মদ আবুল কালাম আজাদ, ক্যান্সার চিকিৎসক ও টিএমএসএসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সেমিনারে বলা হয়, ক্যানসার কংগ্রেসের মাধ্যমে দেশের ক্যানসার চিকিৎসায় এক যুগান্তকারী মাইলফলক উন্মোচিত হলো। এখন যে কোনো ধরনের ক্যানসার চিকিৎসা আরও সহজতর হলো, আগে ক্যানসার রোগীরা উন্নত দেশ থেকে সেবা নিত। মেশিনটি সর্বাধুনিক প্রযুক্তির। এটি ক্যানসিার চিকিৎসায় বৃহৎ পরিসরে সেবা প্রদান করতে পারবে। প্রতিদিন ১০০-এর অধিক ক্যানসার রোগীকে রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। আর এ যুগান্তকারী অগ্রযাত্রায় ট্রেডভিশন লিমিটেড এবং টিএমএসএস ক্যানসার সেন্টার একসঙ্গে কাজ করে যাচ্ছে।

Lading . . .