Advertisement

ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরখাস্ত

প্রথম আলো

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

24obnd

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকাত আলীর নির্দেশক্রমে গতকাল রোববার রেজিস্ট্রার হারুন অর রশিদের স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। তবে বিষয়টি আজ সোমবার প্রকাশ পায়।

রেজিস্ট্রার হারুন অর রশিদ ওই শিক্ষকের সাময়িক বরখাস্তের বিষয়টি আজ সন্ধ্যায় প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগ থেকেও গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তাঁর বিভাগের একজন নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে ওই শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ‌

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত এপ্রিলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগের এক নারী শিক্ষার্থী প্রথমে ফেসবুকে বিভিন্ন স্ক্রিনশট দেন। পরে সহপাঠীদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। গত জুলাইয়ে যৌন হয়রানি প্রতিবাদে ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেন ও শিক্ষকদের অবরুদ্ধ করে ওই বিভাগে তালা ঝুলিয়ে দেন।

Lading . . .