Advertisement

কিশোরগঞ্জে বাল্যবিয়েতে ভুয়া কনের অর্থদণ্ড

যুগান্তর

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

নীলফামারীর কিশোরগঞ্জে বাল্যবিয়ের দায়ে বর, কনের বাবা ও ভুয়া কনের ২৮ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ইউএনও প্রীতম সাহা। পুটিমারী ছাদুরারপুল গ্রামে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করে।

সোমবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউএনও প্রীতম সাহা এ দণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডিতরা হলেন— একই এলাকার বর মোস্তাকিম ইসলামের ২০ হাজার, কনের বাবা রুহুল ইসলামের ৫ হাজার ও কনের খালা সালমা বেগম ভুয়া কনে সেজে পরিচয় দেওয়ায় তার ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে নিতাই ডাঙ্গাপাড়া গ্রামে একই রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। বিয়ের আয়োজন করায় কনের বাবা মোস্তাফা ৫ হাজার টাকা জরিমানা ও ১৮ বছরের আগে মেয়ের বিয়ে না দেওয়ার মুচলেকা দেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার আইয়ুব আলী দুই স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধে অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

Lading . . .