Advertisement

নিখোঁজের এক দিন পর গর্তে মিলল দুই শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

প্রথম আলো

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

24obnd

রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। বুধবার দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙি পাইকান এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। শিশুদের পরিবারের অভিযোগ, তাদের হত্যা করা হয়েছে।

মৃত দুই শিশু হলো ডাঙি পাইকান এলাকার জাকিরুল ইসলামের ছেলে মারুফ মিয়া (৬) এবং একই এলাকার আবদুর রশিদের ছেলে আবদুর রহমান (৭)। তারা উপজেলার নগরবন্দ বড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্‌-প্রাথমিকের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার বিদ্যালয়ে ছুটি থাকায় সকালের দিকে দুই শিশু খেলতে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর বুধবার বেলা দুইটার দিকে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী আজহারুল ইসলামের বালু তোলার গর্তে নেমে খুঁজলে মারুফের লাশ পাওয়া যায়। পরে একই জায়গা থেকে স্থানীয় লোকজন ও গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আরেক শিশু আবদুর রহমানের লাশ উদ্ধার করেন।

নিহত শিশু মারুফের বাবা জাকিরুল ইসলাম ও মা রাশেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। তাঁরা এর বিচার চান।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, শিশু মারুফ মিয়ার গলায় একটি বোতল ও রশি পেঁচানো ছিল।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান প্রথম আলোকে বলেন, ‘দুটি শিশুর লাশ আমরা উদ্ধার করেছি। তাদের মৃত্যু নিয়ে সন্দেহ আছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠাব।’

Lading . . .