মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকচাপায় প্রাণ গেল মা-ছেলের
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫
-689f325ba2d83.jpg)
দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল কোহিনুর বেগম (২৭) ও তার ২ মাস বয়সি শিশুসন্তান রিসাদ কাইফের।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বিরামপুর পৌর এলাকার সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কোহিনুর বেগম বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার একই উপজেলার পাউশগাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী। দুপুর ১২টার দিকে পৌর এলাকার সোনালী ব্যাংকের সামনে পৌঁছলে একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়েন কোহিনুর ও তার শিশুপুত্র। এ সময় পণ্যবাহী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন