Advertisement

থানায় গিয়ে ভুয়া পুলিশের মাতলামি, অতঃপর..

যুগান্তর

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

দিনাজপুরের পার্বতীপুরে মোক্তার হোসেন (৩৯) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) গভীর রাতে পার্বতীপুর মডেল থানা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোক্তার পার্বতীপুর পৌরসভার ধুপি পাড়া এলাকার বাসিন্দা মোসলেম মুন্সির ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনীর পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল মোক্তার। মাঝে মাঝে নেশা করতেও দেখা যেত তাকে।

শনিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় মোক্তার পার্বতীপুর মডেল থানায় যায়। সেখানে দায়িত্বরত ডিউটি অফিসার ও বাহিনীর অন্যান্য সদস্যদের সামনে নিজেকে পুলিশের সিনিয়র সাব-ইন্সপেক্টরের পরিচয় দেয়। পাশাপাশি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর ওসি আব্দুল্লাহ আল মামুনের কক্ষে প্রবেশ করে মাতলামি করতে থাকে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন থানায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মোক্তারকে ২০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা দেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনীর সদস্য পরিচয়ে নানা অপকর্মের অভিযোগ রয়েছে।’

আরও পড়ুন

Lading . . .