Advertisement

নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেন গণঅধিকারের মুখপাত্র ফারুক হাসান

কালবেলা

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রায় বক্তব্য দেন ফারুক হাসান। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রায় বক্তব্য দেন ফারুক হাসান। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের মুখপাত্র ও ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ফারুক হাসান গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজধানীর গাজীপুরে প্রকাশ্যে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। তার অপরাধ ছিল চাঁদাবাজির ভিডিও ধারণ করা। সাংবাদিক, রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ মানুষ— কেউ যদি দুর্নীতির প্রমাণ সংগ্রহ করতে গিয়ে খুন হন, তাহলে এরকম পরিবেশে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গণঅধিকার পরিষদের আনন্দ শোভাযাত্রা ও দলীয় কার্যালয়ের উদ্‌বোধনী অনুষ্ঠানে এসব তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হত্যা ও সাংবাদিক হত্যার মতো ঘটনা ঘটলেও সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। আপনারা নির্বাচনী শিডিউল ঘোষণা করেছেন, আমরা তা আপাতদৃষ্টিতে স্বাগত জানিয়েছি। কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব পূর্বশর্ত রয়েছে, তা নিশ্চিত না করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সরকারের কর্মকাণ্ডে এখন পর্যন্ত অবাধ সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ আমরা দেখছি না।

তিনি আরও বলেন, নির্বাচন ডিসেম্বর, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে যখন ইচ্ছা করুন, কিন্তু আগে শর্তগুলো পূরণ করতে হবে। সমান সুযোগের পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড এবং প্রত্যেক প্রার্থীর নির্বিঘ্ন প্রচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়াজ তুলতে হবে।

গণঅধিকার পরিষদের মুখপাত্র জানান, সরকারের প্রতি এখনো আস্থা রয়েছে, তবে জনগণের আস্থা রক্ষা করতে না পারলে আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ সময় তিনি ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচিত হলে আধুনিক বালিয়াডাঙ্গী উপজেলা গড়ে তোলার অঙ্গীকার করেন।

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন ফারুক হাসান।

এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুল বারেকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Lading . . .