Advertisement

পাটগ্রামে দুই ভিক্ষুককে পুশইন করেছে বিএসএফ

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

24obnd

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দুই ভিক্ষুককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোরে পাটগ্রাম উপজেলার পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ৮৪৫নং প্রধান পিলার এলাকা দিয়ে তাদেরকে পুশইন করে বিএসএফ ৯৮ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের সদস্যরা।

পুশইনের শিকার দুজন হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা রানু মোল্লা ও সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক।

পুলিশ বিজিবি ও সীমান্তবাসী জানান, বছরখানেক আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গুজরাট এলাকায় ভিক্ষাবৃত্তিতে যুক্ত ছিলেন রানু ও আবু বক্কর। রোববার ভোরে বিএসএফ সদস্যরা তাদেরকে পুশইন করে। সীমান্তের এক কিলোমিটার ভিতরে প্রবেশ করলে প্রধানবাড়ি এলাকা থেকে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ তিস্তা ব্যাটালিয়নের পঁয়ষট্টিবাড়ি বিওপির সদস্যরা তাদেরকে আটক করেন। পরে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, তাদের পরিবারকে খবর দেন। পরিচয় নিশ্চিত হলে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Lading . . .