Advertisement

দিনাজপুরে ৫ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার, দুই ভাই আটক

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

24obnd

দিনাজপুরের সীমান্তবর্তী গ্রামের একটি বাড়ি থেকে ৫ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ ২ ভাইকে আটক করেছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব দিনাজপুর ক্রাইম প্রিভেনশন ক্যাম্প-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- দিনাজপুর সদর উপজেলার সীমান্ত এলাকার ১০নং কমলপুর ইউনিয়নের বড়গ্রাম ছাইথুনখুড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে মো. মোসলেম (৩৫) ও মোসলেমের ভাই মুরসালিন বাবু (২৮)।

র‌্যাব জানায়, রোববার (১৭ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন আব্দুল জব্বারের বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক দল। অভিযানে মুরসালিনের শয়ন কক্ষে তালাবদ্ধ ট্রাংকের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় মো. মোসলেম ও মুরসালিন বাবুকে আটক করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ আটক দুইজনকে কোতোয়ালি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

Lading . . .