প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ে একটি মতবিনিময় সভায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে মিথ্যাচার ও চাঁদাবাজির অভিযোগে বক্তব্য দেয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলিয়া উপজেলা বিএনপি।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।
এ সময় বিএনপি নেতারা বলেন, সম্প্রতি একটি শ্রমিক সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহী সম্পর্কে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেন।
বক্তারা বলেন, সারজিস আলম সভায় দাবি করেন—ভজনপুর এলাকায় পাথরবাহী প্রতিটি ট্রাক থেকে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকদের নেতৃত্বে এক হাজার টাকা করে চাঁদা আদায় করা হতো। প্রতিদিন এভাবে লাখ লাখ টাকার চাঁদাবাজি করা হতো। এমনকি শ্রমিকদের পাওনা টাকার অংশ থেকেও চাঁদা নেওয়া হতো।
বিএনপি নেতারা এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন। তারা জানান, ভজনপুর এলাকায় পাথর ও বালির মহাল সরকার ইজারা দিয়ে থাকে এবং ইজারাদাররা প্রতিটি ট্রাক থেকে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত সরকারি মাশুল উত্তোলন করেন। এ প্রক্রিয়ায় তেঁতুলিয়া উপজেলা বিএনপির কোনো নেতার সম্পৃক্ততা নেই।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সারজিস আলমের এমন ভিত্তিহীন মন্তব্যের ফলে বিএনপি নেতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি হয়েছে এবং দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সারজিস আলমকে আহ্বান জানান তারা।
আরও পড়ুন